Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

আমাদের অর্জনসমূহ

পল্লী সঞ্চয় ব্যাংক এর  মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিতকরণ ,  সঞ্চয়ে উৎসাহ প্রদান , সদস্য  সঞ্চয়ের বিপরীতে সমপরিমাণ অর্থ বোনাস প্রদান ,সদস্যদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের মানবসত্তাকে শাণিতকরণ, অর্থনৈকি কর্মকান্ড পরিচালনায় পুঁজি গঠনে সহায়তা প্রদান,আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার কার্যক্রমসহ বহুমুখী কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে ।এ কার্যক্রমে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে মাঠপ্রশাসন , ব্যাংকের নিয়োগকৃত কর্মকর্তা /কর্মচারী ও জনপ্রতিনিধিগণ সরাসরি নিয়োজিত রয়েছেন । দেশের ৬৪টি  জেলায় ৪৯০টি উপজেলাতে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে । জুলাই ,২০১৩ হতে দেশের ৪৫০৩টি ইউনিয়নের অতিরিক্ত ২৩১৩৯টি গ্রামসহ মোট ৪০০০০ এর অধিক গ্রামকে ব্যাংকের আওতায় আনা হয়েছে।